হোস্টেল কমিটি
চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখা ও সুষ্ঠ পরিচালনার নিমিত্তে নিম্নোক্ত শিক্ষকবৃন্দের সমন্বয়ে ছাত্রাবাস কমিটি নিম্নরূপ:
নাম |
বিভাগ ও পদ |
পদবি |
ডা. মো. মিজানুর রহমান |
সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারী, চমেক |
সভাপতি |
ডা. মো. শাকিল ওয়ায়েজ |
সহযোগী অধ্যাপক, মেডিসিন, চমেক |
সদস্য |
ডা. মুকেশ কুমার দত্ত |
সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, চমেক |
সদস্য |
ডা. শাহানা বেগম |
সহকারী অধ্যাপক, গাইনী, চমেক |
সদস্য |
ডা. মো. আরিফুর রহমান |
সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজী, চমেক |
সদস্য |
ডা. মো. মাসুদ রানা |
সহকারী অধ্যাপক, ফার্মাকোলজী, চমেক |
সদস্য |
ডা. মো. রিজোয়ান রেহান |
সহকারী অধ্যাপক, কার্ডিওলজী, চমেক |
সদস্য-সচিব (তত্ত্বাবধায়ক) |
কমিটির কার্যপরিধি:
(১) ছাত্রাবাস পরিচালনার নীতি নির্ধারন বিষয়ে পরামর্শদান, কর্মপরিকল্পনা প্রনয়ন।
(২) প্রতিমাসে নির্ধারিত তারিখে ছাত্রাবাস কমিটির সভা আহবান।
(৩) মাসিক কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন ও প্রতিবেদন প্রেরন।
(৪) ছাত্রাবাসের উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান।
(৫) ছাত্রাবাস কর্মচারী, ডাইনিং, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইত্যাদি কার্যক্রম তদারকি।
(৬) ছাত্রাবাসে সিট বরাদ্ধ, সীট সংখ্যা ইত্যাদি কার্যক্রম তদারকি।
(৭) প্রতিমাসে প্রথম সপ্তাহে ছাত্রাবাস পরিদর্শন, প্রতিবেদন দাখিল।